পূর্বদেশ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। আমাদের দল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের রচনা বিএনপি করেছে। এটা আমাদের গর্বের বিষয়। গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মতপার্থক্য থাকবে। তাই অন্য (দলের) যারা আছে, যারা আমাদের সমান (সংখ্যায়) নয়, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে’।
গতকাল বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার সংস্কার শুরু করেছে। রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে। সবার আগে বিএনপিই সংস্কার প্রস্তাব দিয়েছিল’।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করার কারণে তারা স্বৈরাচারী হাসিনা সরকারকে বিতাড়িত করে দিয়েছে। তাই মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে’।
পটুয়াখালী জেলা বিএনপির আহŸায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।