চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমি এমন একটি চট্টগ্রাম গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ নির্ভয়ে, নিরাপদে ও স¤প্রীতির বন্ধনে বাস করতে পারবে। এটি হবে প্রকৃত অর্থে শান্তির শহর।’
তিনি ১০ অক্টোবর নগরীর পলিটেকনিক ইন্সটিটিউট এলাকার একটি কমিউনিটি সেন্টারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মেয়র বলেন, চট্টগ্রাম বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের শহর। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান- সবাই এ নগরে বহু বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। এই ঐতিহ্য আমাদের সবচেয়ে বড় শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মেলবন্ধন রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের গৌরবও। একটি সভ্য, নান্দনিক ও মানবিক শহর গড়তে হলে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে মানুষকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।
মেয়র ধর্মীয় নেতাদের উদ্দেশে বলেন, ধর্ম মানুষকে বিভক্ত করে না, বরং যুক্ত করে। প্রতিটি ধর্মই মানবকল্যাণ ও শান্তির বার্তা দেয়। তাই ধর্মীয় উৎসবগুলোকে আমরা নাগরিক ঐক্য ও মানবতার উৎসবে পরিণত করতে চাই।
অনুষ্ঠানে চট্টগ্রাম বৌদ্ধ স¤প্রদায়ের শীর্ষ ভিক্ষু, বিভিন্ন প্যাগোডার প্রতিনিধি, ভদন্ত এস শীলমিত্র থেরো, ভদন্ত দীপংকর মহাথেরো, ভদন্ত উপানন্দ থেরো, ভদন্ত তেজপ্রিয় থেরো, ভদন্ত প্রিয়রতœ ভিক্ষু, রুবেল বড়ুয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি











