জুলাই অভ্যুত্থানে উদ্দীপ্ত তরুণদের নেতৃত্বে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করার প্রতিশ্রুতি দেশবাসীর কাছে রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। গতকাল শুক্রবার বিকালে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার প্রবাল আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনের ইতি ঘটে। ক্ষমতা আঁকড়ে থাকতে ভোট কারচুপি, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও অর্থ পাচারের জন্য সমালোচিত আওয়ামী লীগ সরকারকে বিদায় করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে রাজনৈতিক দল গঠন করেছে। এনসিপি নামে এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। খবর বিডিনিউজের
নবগঠিত এনসিপির এই সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, আর কোনো নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণহানির ঘটনা ঘটতে তরুণরা দেবে না। আগামীর বাংলাদেশে সকল দল, মত নির্বিশেষে বসবাস করবে। তরুণদের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে, এটা দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি।
জনগণের উদ্দেশে হান্নান মাসউদ বলেন, আমরা আপনাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ, দখলদারমুক্ত বাংলাদেশ কায়েম করবেই করবে। মুক্তিযুদ্ধের পর থেকে ঐতিহাসিকভাবে বারবার প্রতারিত হয়ে আসার দাবি করে তিনি বলেন, আমার সামনে দাঁড়ানো এ লক্ষ ছাত্র-জনতা প্রত্যেকেই আজকের গণঅভ্যুত্থান পরবর্তী ইতিহাসের সাক্ষী। এ ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে।