সব আদালতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

2

বিচারক ও আইনজীবীদের নিরাপত্তাসহ দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের জেলা আদালতগুলোতে সম্প্রতি ‘অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে’ জানিয়ে গত বৃহস্পতিবার তিনি এ নির্দেশনা দিয়েছেন।
এদিন হাই কোর্ট বিভাগের এক চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একইসঙ্গে জেলা আদালতসমূহে সম্প্রতি যে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন। আইনের শাসন, ন্যায়বিচার নিশ্চিত ও আদালতের ভাবমূর্তি বজায় রাখতে প্রত্যেক আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রধান বিচারপতি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন’। খবর বিডিনিউজের
রাষ্ট্রদ্রোহের মামলায় সম্প্রতি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকায় সংঘর্ষের মধ্যে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বিক্ষোভকারীরা সেদিন আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে।
আলোচিত ওই ঘটনা ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘অশালীন মন্তব্যের অভিযোগ’ তুলে গত বুধবার হাই কোর্টের এক বিচারপতির দিকে ডিম ছুড়ে মারেন আইনজীবীরা। বিচরাপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাই কোর্টের দ্বৈত বেঞ্চ চলার মধ্যে ওই ঘটনা ঘটে। পরদিন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
গণআন্দোলনে সরকার ক্ষমতার পালাবদলের পর এর আগেও আদালত প্রাঙ্গণে আসামির দিকে ডিম ও জুতা ছোড়ার ঘটনা ঘটেছে। ব্যাপক হট্টগোলের মধ্যে বিচারকের এজলাস থেকে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে।
এসব ঘটনাগুলোর প্রেক্ষাপটে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।