বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে দলের চেয়ারম্যান মাওলানা এম. এ মতিনের নেতৃত্বে ২৫ আগস্ট ফটিকছড়ির নাজিরহাট, সুয়াবিল, হারুয়ালছড়ি, কাঞ্চননগর, বিবিরহাট, ফরহাদাবাদসহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ফেনী, হবিগঞ্জ, মিরসরাইসহ বন্যা কবলিত দেশের নানা জেলা-উপজেলায় ইসলামী ফ্রন্টের মানবিক টিম প্রতিদিন শত শত বন্যার্তদের মাঝে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করে আসছে। হালদা নদীর নাজিরহাট সংলগ্ন ভাঙ্গা বেড়িবাঁধও পরিদর্শন করেন ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিনসহ নেতৃবৃন্দ। ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণকালে ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম.এ মতিন বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ আজ বিপর্যস্ত। বন্যার তোড়ে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসাসহ নানা স্থাপনার বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। বহু রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই সরকারসহ দল মত নির্বিশেষে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সবাইকে বন্যার্তদের সহায়তায় ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি। তিনি অবিলম্বে বিধ্বস্ত রাস্তাঘাট নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরগুলো সরকারি উদ্যোগে তৈরি করে দিতে সরকারের পদক্ষেপ কামনা করেন। ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন দলীয় নেতাকর্মীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, এডভোকেট আবু নাছের তালুকদার, যুগ্ম মহাসচিব এম আব্দুর রহিম, প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, সহ-প্রকাশনা সচিব মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, প্রচার সচিব মাস্টার আবুল হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকি, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুর রহিম মুনিরি, চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মাওলানা আব্দুন নবী আলকাদেরী, কেন্দ্রীয় সদস্য মাওলানা সোহাইল উদ্দিন আনছারি, যুবসেনা সহ সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল, ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজাদ হোসাইন, মঈনুল আলম চৌধুরী, মাওলানা হাফেজ আব্দুল লতিফ, মাওলানা আরিফুর রহমান, সেকান্দর মিয়া, অহিদুল আলম, রবিউল হোসাইন সুমন, মুজাম্মেল হক শাহেদ, আবুল ফয়েজ তুহিন, মামুন মেম্বার, ফয়সাল, আসগর, সৈকত, সাইদ প্রমুখ। বিজ্ঞপ্তি