সন্দ্বীপ সমিতি চট্টগ্রাম এর সাধারণ সভা গত ১৬ মে সন্ধ্যা ৭টা চট্টগ্রাম হালিশহর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির আজীবন সদস্য, দাতা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা সদস্যগণ উপস্থিত ছিলেন। সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন পলাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার। পবিত্র কোরআন তেলোয়াত করেন মাস্টার সামছুল আলম বাহার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক জিএম, সমিতির উপদেষ্টা সৈয়দ মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আর্তমানবতার সেবা করার এখানে সুযোগ আছে। আপনারা এখানে আসবেন। যে হেতু বর্তমান কমিটির মেয়াদ আগামী জুন-২০২৬ এ শেষ হবে। এই কমিটির সংযুক্ত নতুন সদস্যসহ পূর্ণাঙ্গ কমিটিকে জুন-২০২৮ পর্যন্ত কার্যকাল বৃদ্ধির প্রস্তাব করছি। সভায় সর্বসম্মতিক্রমে উক্ত প্রস্তাব অনুমোদিত হয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রেজারার শিল্পপতি আবুল হোসেন মোল্লা রিপন। সাংগঠনিক সম্পাদক এম এ হাশেম আকাশ, সহ-সভাপতি মোশারফ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন ভুঁইয়া, সাইফ উল্যাহ মিনার, মো. আবদুল কাদের, সাইফুল আজম ভুঁইয়া, দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সমাজসেবা সম্পাদক মো. রিয়াদ, নির্বাহী সদস্য আরিফ, মিজানুর রহমান, আজীবন সদস্য মো. গোলাম রহমান, আলাউদ্দীন আলী, সাবেক কমিশনার ফিরোজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন সদস্য মায়মুনা বেগম, রোকেয়া বেগম, সহ সভাপতি মমতাজুন্নেছা বেগম (সুমা হক), দপ্তর সম্পাদক মো. জসীম উদ্দীন, আজীবন সদস্য হাবিব উল্লাহ মাসুম, আকতার হোসেন ভুইঁয়া, মাওলানা দেলোয়ার হোসেন, মিলাদ মোদাচ্ছির, মাহবুব আলী হক ও ফোরকান হাসান প্রমুখ। সভায় সংগঠনের বিগত তিন বছরের আয় ব্যয় হিসাব উপস্থাপন করেন সমিতির সভাপতি মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার। সভায় সর্বসম্মতিক্রমে আয় ব্যয় অনুমোদিত হয়। গঠনতন্ত্র প্রণয়নের জন্য ৯ সদস্য উপ-কমিটি কমিটি গঠন করা হয়। শূন্য ঘোষিত পদগুলি হলো সভায় সভাপতির প্রস্তাবে এবং পদ গ্রহীতাদের সম্মতিতে এবং সদস্যদের সর্বসম্মতিক্রমে সকল পদে সদস্যদের নির্বাচিত করা হলো। পরিশেষে সভাপতি উপস্থিত সকলের সুস্বাস্থ ও নেক হায়াত কামনা করে সকলকে ধন্যবাদ ও নৈশভোজ গ্রহণ করার অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি