সন্দ্বীপ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্র ও ইয়াবাসহ আটক

57

সন্দ্বীপ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ ছগির (৩৫) কে অস্ত্র ও ইয়াবা সহ আটক করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান এর নেতৃত্বে এসআই মো. হেলাল খাঁন, মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আলী আকবর, মো. জাহিদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কালাপানিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর বাশারের বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়। আসামি মো. ছগির প্রকাশ ডাকাত ছগির কালাপানিয়া ৮নং ওয়ার্ড বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আসামির কাছ হতে তার নিজের বসত ঘর থেকে একটি দেশীয় তৈরী রাইফেল ও ২১৫ পিস ইয়াবা পাওয়া গেছে। এই আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুইটি পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান থানার ওসি মো. শাহজাহান। তিনি আরো জানান, ডাকাত ছগির ১৭ বছরের সাজাপ্রাপ্ত এবং ১৬ মামলার এজাহার আসামি।