সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপ চ্যানেলে ফেরি পারাপারে চলমান অবকাঠামো নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও সড়ক রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
গতকাল রবিবার সকাল ১১টায় তিনি বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরি রুটের বাঁশবাড়িয়া (সীতাকুন্ড) প্রান্তে যান এবং কার্যক্রমের অগ্রগতি দেখে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় দায়িত্বরত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিআইডব্লিউটিএ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা আগামী ১০ মার্চের পর ফেরী পারাপার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানান।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বহুদিন ধরে সন্দ্বীপের মানুষ যাতায়াতে অবর্ণনীয় কষ্ট ভোগ করে আসছে, বিশেষ করে মহিলা ও শিশুদের দুর্ভোগ সীমাহীন। তাদের দুর্ভোগ লাঘবে ফেরী পারাপারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন, এডভোকেট আবু তাহের, সাংবাদিক সালেহ নোমান, সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।