সন্দ্বীপ চ্যানেলে জাহাজের ইঞ্জিন বিকল

41

তিন শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপ চ্যানেলে ভেসে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর কুমিরা ঘাটে পৌঁছে সন্দ্বীপ থেকে ছেড়ে আসা বিআইডব্লিউটিসি’র জাহাজ এমভি আব্দুল মতিন।
জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় স›দ্বীপ থেকে সীতাকুন্ডের কুমিরার উদ্দেশে ছেড়ে যায় জাহাজটি। যাত্রার কিছুক্ষণ পর বিকল হয়ে যায় ইঞ্জিন। এরপর বৈরী আবহাওয়ায় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বারবকুন্ড -মিরসরাই উপকূলের দিকে চলে যায়। এ সময় জাহাজের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাহাজের যাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মামুন জানান, আমরা সাড়ে নয়টায় জাহাজে উঠি। সাড়ে ১০টায় জাহাজ গুপ্তছড়া (সন্দ্বীপ) ঘাট ছাড়ে। ১১টা থেকে ইঞ্জিন বিকল হয়ে জাহাজের ভাসতে ভাসতে বাড়বকুন্ড ঘাটের কাছাকাছি চলে আসে। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ইঞ্জিনের ত্রুটি দূর হলে জাহাজটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু প্রবল ঢেউয়ের মাঝে কুমিরা ঘাটে পৌঁছতে জাহাজটির বিলম্ব ঘটে। নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পর বিকেল ৪ টায় জাহাজটি কুমিরা ঘাটে পৌঁছতে সক্ষম হয়।