সন্দ্বীপে সমন্বয়কদের ৬ দফা দাবি

1

সন্দ্বীপ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুথান পরবর্তী চট্টগ্রামের সন্দ্বীপবাসীর আকাক্সক্ষ বাস্তবায়নে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমাকে ৬ দফা দাবি পেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম জেলা সমন্বয়ক টিম। মঙ্গলবার দুপুরে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাক্ষাৎ করে এসব দাবি পেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাইফুর রহমান খান, ফাহাদ উমর ও মো. শরীফ হোসেন, সংগঠক নাছরিন আক্তার, মো. আবদুল কাইয়ুম, আসিফুল আলম, মেহেরাব হোসেন বাঁধন, আবিদা আলম ইসমা প্রমুখ। সমন্বয়ক প্রতিনিধিরা আগামী সাত দিনের মধ্যে গুপ্তচরা-কুমিরা নৌ-রুটে বিআইডবিøউটিএ নির্ধারিত স্পিড বোট ভাড়া ১৭০ টাকা, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৬টি সি-অ্যাম্বুলেন্স সচল রাখতে আগামী ৭ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ গাছুয়া হাসপাতালে সাপের অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

এ ছাড়া সন্দ্বীপে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী বৃদ্ধি করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা ছাড়াও এখানকার কৃষকদের দিয়ে সার ও বীজ সরবরাহ করা এবং স›দ্বীপে টেকসই বেড়িবাঁধ নির্মাণে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। পরে তারা উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জুলাই আন্দোলনে নিহত সাইমনের কবর জেয়ারত করেন।