সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত স্কুলছাত্র রিফাত (১৬) মারা গেছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিফাত স›দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জামসেদ মেম্বারের ছেলে এবং দক্ষিণ-পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার সন্ধ্যায় মগধরা ইউনিয়নের কোরাইল্যা খাল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রিফাত মারাত্মক আহত হয়। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
রিফাতের পিতা জামসেদ মেম্বার বলেন, আমার ছেলে রাজনীতি করে না। তবে সে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী। কোরাইল্যা খালের পাশে আমার একটি ছোট ঘর ছিল। আমার ছেলে ওই ঘর থেকে আমার কাপড়-চোপড় আনতে গেলে সারিকাইত বিএনপির সেক্রেটারি শওকত আলী রাজুর লোকজন তার ওপর হামলা চালায়।
এ ব্যাপারে সারিকাইত বিএনপি সেক্রেটারি শওকত আলী রাজু জানান, এ কথা ঠিক না। আমি সারিকাইতে রাজনীতি করি, মগধরার বিষয়ে আমাকে জড়ানো অযৌক্তিক। আমি যতটুকু জানি একটা খালের নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রুপ মারামারি করেছে।
স›দ্বীপ থানার অফিসার ইন চার্জ একেএম শফিকুল আলম চৌধুরী জানান, খাল দখল নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা রয়েছে। সোমবারের সংঘর্ষে রিফাতসহ কয়েকজন আহত হন। তবে আহতরা চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি।