সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবারে বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছলেন ৪১ জন যাত্রী। ইতিহাসে এ প্রথম মূল ভূখন্ড থেকে যাত্রী নিয়ে কোন বাস সন্দ্বীপে পৌঁছল। বিকাল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহন কোম্পানির একটি বাস। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে। পরে দুপুর ১টা ২০ মিনিটে ফেরি ‘কপোতাক্ষ’ -এ চড়ে ২টা ২০ মিনিটে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে পৌঁছে এটি। আধা ঘণ্টা পর বাসটি দ্বীপের এনাম নাহার মোড়ে শেষ স্টেশনে গিয়ে পৌঁছে। বাস ও ফেরী দিয়ে সন্দ্বীপ পৌঁছার এ ঘটনায় অন্যদের মত মহাখুশি বাসযাত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম। তিনি বলেন, ‘কখনও এভাবে সন্দ্বীপ পৌঁছার কল্পনাও করিনি। কিন্তু আজ ইতিহাসের স্বাক্ষী হলাম।’
উল্লেখ্য আগামী ২৪ মার্চ সড়ক পরিবহন ও রেল উপদেষ্টা সন্দ্বীপের সন্তান ড. ফাওজুল কবির খাঁনসহ আট উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপ চ্যানেলে ফেরি সার্ভিস শুরু হবে। এ উপলক্ষে গত বুধ ও বৃহস্পতিবার পরীক্ষামূলক সার্ভিস দেয় বিআইডব্লিউটিএ ফেরি ‘কপোতাক্ষ’।