সন্দ্বীপের মগধরায় জেলেদের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

2

সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জেলেদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন একই ওয়ার্ডের ভুক্তভোগী কয়েকজন। বুধবার বিকাল ৫ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, বিগত ১৯ মে মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি খাল দখলকে কেন্দ্র করে রিফাত নামের দশম শ্রেণির শিক্ষার্থী হত্যাকান্ডের শিকার হয়। সে হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদেরকে আসামি করা হয়েছে। তাদের অভিযোগ, সাগরে তাদের মাছ ধরার জালের খোপ রয়েছে। এ খোপে কাজ করা তাদের স্টাফদেরকে মামলার আসামি করার ভয় দেখিয়ে চাঁদা নিয়ে যায় হত্যাকান্ডের শিকার রিফাতের পিতা জামশেদ মেম্বার। তিন জুন থেকে এ পর্যন্ত কয়েকবার ভিন্ন ভিন্ন সময়ে তাদের মাছ ধরার স্টাফদের থেকে প্রায় এক লক্ষ টাকা চাঁদাবাজি করে জামশেদ মেম্বার ও তার সঙ্গীরা। তারা এ ঘটনায় থানায় অভিযোগ করেন বলে জানান সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মগধরা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমর ফারুক সুমন। তিনি মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। এসময় আরও বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফুলমিয়া, মো. ইলিয়াস ও নাছির উদ্দীন। রিফাত হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলার এ আসামিরা আরও জানান, তারা বর্তমানে জামিনে রয়েছে।