সন্দীপনার দোয়া মাহফিল

1

সন্দীপনা বাংলাদেশে’র কেন্দ্রিয় সভাপতি, ফ্যাশন ডিজাইনার ও সংগঠক রওশন আরা চৌধুরীর রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান ৩০ মে বিকেল ৪টায় সন্দীপনার দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ হোসেন। বক্তব্য দেন জাপানের সাবেক কনসাল জেনারেল বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, কবি আশীষ সেন, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সন্দীপনার প্রতিষ্ঠাতা ভাস্কর ডি.কে দাশ মামুন, সংগঠক দুলাল কান্তি বড়ুয়া, শিল্পী মুসলিম আলী জনি, সাংবাদিক মুকুল সিকদার, কথাসাহিত্যিক অধ্যাপক মহি মুহাম্মদ, সংগঠক উজ্জ্বল কান্তি বড়ুয়া, কবিয়াল সন্তোষ কুমার দে, বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী, কবিয়াল অরুন কান্তি, নাট্যকর্মী দিদার হোসেন, নাট্যকর্মী কে.কে বাবুল, জাহানারা পারুল, ডা. শিউলী চৌধুরী, শিল্পী পম্পী দাশ, কবিয়াল আবদুল লতিফ, আইটি এক্সপার্ট ধনঞ্জয় কুমার শর্মা, এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, কবিয়াল নির্মল শীল, মাষ্টার আনোয়ার সাদাত, ছিদ্দিকুর রহমান, হাসান আরাফাত, সংগঠক মাসুদ আক্তার, বৃষ্টি দাশ, জ্যোতি শর্মা, মৈত্রী আচার্য্য, কবি ফেরদৌসী মুন প্রমুখ। বিজ্ঞপ্তি