সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আনোয়ারুল আলম চৌধুরী

3

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, সন্ত্রাস মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘৃণ্য পরাজিত গোষ্ঠীর অপতৎপরতার বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি গতকাল ৬ সেপ্টেম্বর সকাল ৮ টায় সাতকানিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে সাতকানিয়া সদরের একটি হলরুমে ওয়ার্ড সভাপতিদের নিয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সাতকানিয়া উপজেলা জামায়াত আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে দারসুল কোরআন পেশ করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাবের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ নুরুল হক, মাস্টার আব্দুস সোবহান, রফিকুল ইসলাম ও আজিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আমাদেরকে সকল মানুষের কল্যাণে কাজ করতে হবে। জনগণ ও সমাজের জন্য ক্ষতিকর সবকিছু দূর করতে হবে। সাধারণ জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।