৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ মাইজপাড়া মরহুম ছালেহ আহম্মদ ফাউন্ডেশন এবং মাইজপাড়া যুব সংঘের যৌথ উদ্যোগে ৬ নভেম্বর বিকেলে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মাইজপাড়া থেকে শুরু করে পাক্কা দোকান, সাবানঘাটা, খাজারোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে বহদ্দারহাট মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মরহুম ছালে আহম্মদ ফাউন্ডেশন এর সভাপতি হাজী নিজামুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বকতেয়ার।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যহীন, মানবিক ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সহ সকল অন্যায়-অবিচার দূর করতে হলে সমাজের সকল স্তরের লোকজনকে আরো সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় বক্তব্য দেন হাজী মাহবুবুল আলম, হাজী আব্দুস ছালাম, সাইদুল ইসলাম, আলমগীর টিটু, হাসান আহম্মদ জুনাইদ, মোরশেদ আলম, সিরাজুল ইসলাম ইকবাল, আব্দুর রশিদ, আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন মো. সাইফু, ইমন, সাব্বির, রাজ্জাক, রাকিব, সাগর,জাবেদ, সাঈদ, মনছুর, সালাউদ্দিন, নাছের, রিপন, ইলিয়াছ, জয়নাল, জীবন, মানিক, রায়হান, হৃদয়, সাজ্জাদ, আরমান, ইসমাঈল, জাহেদুল ইসলাম, মোরশেদ, তৈয়ব, আকবর, রায়হান, বাচ্চু, মাহবুব, সাগর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি