সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ মহানগর নির্মাণ শ্রমিকদল ডবলমুরিং’র প্রতিবাদ সভা

1

চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিকদল রেজি: ১৭২৬, ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে গত ৩ ডিসেম্বর মো. জাফর খানের সভাপতিত্বে ও মোহাম্মদ মান্নান-এর সঞ্চালনায় সন্ত্রাস ও নৈরাজ্যের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সভাপতি মো. হাসিবুর রহমান বিপ্লব, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠু ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মো. পারভেজ, মোহাম্মদ মুরাদ, ফরহাদ হাসান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ধনু মিয়া, মোহাম্মদ শরীফ ও মো. আনোয়ার প্রমূখ। সভা শেষে একটি মিছিল মুহুরি পাড়া এক্সেস রোড থেকে শুরু করে মিস্ত্রিপাড়া দেওয়ানহাট গিয়ে শেষ হয়। সভায় প্রধান অতিথি বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে। কিন্ত তার পেত্মারা দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্যে লিপ্ত রয়েছে। একেক সময় একেক রূপ নিয়ে জনসম্মুখে অবতীর্ণ হচ্ছে। যেমন ইতিমধ্যে ভারতের মৌলবাদী সন্ত্রাসী জঙ্গী সংগঠন ইসকনকে লেলিয়ে দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য এক সুনামধন্য একজন আইনজীবীকে হত্যা ও মসজিদে হামলা করা হয়েছে। তার সহযোদ্ধা হিসেবে ভারত সরকার লাজ লজ্জা ও গোপনীয়তা ফেলে প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভারতে বাংলাদেশী দুতাবাসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী দোসরা মাদক দ্রব্য নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। তা অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। শ্রমিক জনতার গণ আন্দোলনের মুখে বিগত সরকার যেভাবে পালিয়েছে সেভাবে আবারও সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী পালাতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি