সন্তানকে ধর্মীয় শিক্ষা ও দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন করতে হবে

4

মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশন এর এক যুগ পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইন এর সমাপনী অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি প্রধান আলোচক এবং মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রধান পরিচালক মতিউর রহমান সৌরভ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রæপের সাবেক সভাপতি আলহাজ লায়ন মোহাম্মদ আলমগীর, অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদীন, বাংলাদেশ পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক লায়নশামসুজ্জামান সুমন, মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার পুষ্প, গীতিকার নূর নবী রাজু, লায়ন হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, মো. জানে আলম রনি, মো. নুরুল কবীর, মানবিক সংগঠক জাকির হোসেন টিটু। আরো বক্তব্য রাখেন ডা. মীর হোসেন মাসুম, মো. নুরজামাল চৌধুরী, মো. আব্দুর রউফ, সাংবাদিক রোজি চৌধুরী, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাধীন বর্মন,মোস্তফা কামাল, নুরুল হক চৌধুরী, জসীমউদ্দীন কোম্পানি, এরফান আলী, আফসার খসরু, নাসিমা আক্তার, শারমিন সরকার, তানহা ইসলাম, জামিলা খানম তানিয়া প্রমূখ। চসিক মেয়র বলেন, যৌতুক এক ধরনের সামাজিক ব্যাধী আর বাল্যবিবাহ হচ্ছে সামাজিক অভিশাপ এবং নৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণে হচ্ছে মাদকের বিস্তার। এসব কিছু থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা মানবিকতা ও দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন করতে হবে। বিজ্ঞপ্তি