নগরীর দুহা ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ‘৪র্থ ডিআইএস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫’ সেশন-১ গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। স্কুলের অধ্যক্ষ হাসিনা মুহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আবসার মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির মহাপরিচালক ক্রীড়া পরামর্শক এবং প্রতিষ্ঠানের এইচ আর ম্যানেজার সজিব উদ্দিন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত সকলের হৃদ্যতাপূর্ণ অংশগ্রহণে আয়োজনটি হয়ে উঠে আনন্দঘন ও প্রাণচাঞ্চল্যে ভরপুর। জাতীয় সংগীত ও বহুমাত্রিক নন্দন মাখানো ডিসপ্লেসহ নানাবিধ আয়োজনে অনুষ্ঠানটি অধিকতর মনোরম হয়ে ফুটে উঠে। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীর সুষম মনন গঠনে এহেন সহ-শিক্ষামূলক কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি আবসার মাহফুজ বলেন, সন্তানদের আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে হলে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের শৃঙ্খলা ও প্রদর্শনী দেখে নিজের মুগ্ধতার কথা জানান। উচ্ছ¡সিত প্রসংশার মাধ্যমে প্রতিভা বিকাশে গৃহীত পদক্ষেপের সন্তোষ প্রকাশ এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। চেয়ারম্যান হাসান মাহমুদ তাঁর বক্তব্যে সকল শিক্ষার্থীদের এই আয়োজনে অংশগ্রহণ করে নিজেদের সক্ষমতা প্রদর্শনের উৎসাহিত করেন। তিনি শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং সুস্থ ও সফল জীবন কামনা করেন। বিজ্ঞপ্তি