সনাতন ঋষি প্রতিষ্ঠিত বাঙ্গালহালিয়া রাজস্থলীস্থ সনাতন ঋষি আশ্রমের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে সনাতন ব্রহ্মগায়ত্রী যজ্ঞ, সনাতন ধর্ম সম্মেলন ও সনাতন দীক্ষা দান অনুষ্ঠান গত ২১ মার্চ আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আশ্রমের প্রতিষ্ঠাতা সনাতন ঋষি মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রচার বিদ্যা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রুপন ধর, পন্ডিত অরুণ দেবনাথ, সভাপতি রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ, বিপ্লব কান্তি নাথ সাধারণ সম্পাদক রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ, পিংকু কুমার নাথ সাংগঠনিক সম্পাদক রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ, গীতা পাঠক পরিতোষ নাথ, বিশ্বনাথ চৌধুরী, আশিষ চৌধুরী, স্বপন সেন, বিমল দে প্রমুখ। দীক্ষাদান অনুষ্ঠানে প্রধান পুরোহিত ছিলেন পন্ডিত অজিত নাথ। প্রধান অতিথি বলেন, সনাতন ঋষি আশ্রম ও সনাতন ঋষি অনাথালয় প্রতিষ্ঠার ৩৬ বছর শেষে ৩৭ বছরে পথচলা শুরু করেছে সকল সনাতনীদের সহযোগিতায়।
আশ্রম প্রতিষ্ঠার পর থেকে এখন অনাথালয় চালু করা হয়েছে। এই আশ্রম ও অনাথ ছেলে-মেয়েদের সাহায্যার্থে ধর্ম বর্ণ নিবিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি