‘সনাতনীরা সুরক্ষার জন্য লড়তে জানে’

4

সনাতনীরা শান্তিতে না থাকতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রাপ্তি ব্যর্থ হবে বলে সনাতন ধর্মাবলম্বীদের একটি সমাবেশ থেকে মন্তব্য করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সম্মিলিত সনাতনী ছাত্র সমাজ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করা হয়।
হিন্দু নির্যাতন, মঠ-মন্দিরে হামলা ও খুলনায় প্রশাসনের উপস্থিতিতে কলেজ ছাত্র উৎসব মন্ডলকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। খবর বিডিনিউজের
সমাবেশে ইসকন পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, আমরা সনাতনী ধর্মাবলম্বীরা অবিভক্ত ভারতের ভূমিপুত্র। আমরা কোনো দেশ থেকে এখানে আসিনি। এটাও যেমন সত্য, তেমন সত্য হচ্ছে আমরা নিজেদের সুরক্ষার জন্য লড়তে জানি। নিজেদের অধিকার আদায়ের জন্য আমরা কখনই পিছপা হব না। হিন্দুরা যখন নিপীড়িত হয়, তারা যখন অধিকার নিয়ে মাঠে নামে, তাদেরকে ‘ভারতীয়’ বা ‘আওয়ামী লীগের’ ট্যাগ দেওয়া হয়। তবে আমরা কোনো দলের গোলাম নই। এ দেশে প্রত্যেকটি মানুষের ভোটাধিকার যেমন রয়েছে, নাগরিক অধিকারও আমাদের রয়েছে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে চিন্ময় কৃষ্ণ বলেন, “আপনি বলেছেন, ‘আমরা সবাই বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই’। যদি তাই হয় আমাদের মন্দিরগুলো ভেঙেছে কেন? আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। বাঙালির সম্মান বৃদ্ধি করেছেন। কিন্তু আপনার সরকারের সময় আমরা সনাতনীরা যদি শান্তিতে না থাকি তাহলে আপনার এই প্রাপ্তি ব্যর্থ হবে। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আপনি কথা দিয়েছিলেন, সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়ন করা হবে। প্রায় এক মাস হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি দাবিও মেনে নেওয়া হয়নি, বাস্তবায়ন হয়নি।”