পূর্বদেশ ডেস্ক
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কে কোনও পশুর হাট বসানো যাবে না। পাশাপাশি হাটের পশু যাতে সড়কে উঠে না আসে, সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অংশীজন সভা শেষে তিনি এসব কথা বলেন। খবর বাংলা ট্রিবিউনের।
ফাওজুল কবির খান বলেন, ঈদের সময় পশুর হাটের জন্য নির্দিষ্ট জায়গার ম্যাপ ও স্কেচ তৈরি করে সংশ্লিষ্ট সবার কাছে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত নজরদারির মাধ্যমে তা নিশ্চিত করা হবে। ঈদের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং পশু পরিবহনকারী যানবাহন থেকে চাঁদাবাজি রোধে বিশেষ নজরদারি বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া সড়ক-মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা থেকে বের হওয়ার সময় যানজট নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা জানান, হানিফ ফ্লাইওভারের টোল আদায়ের ধীরগতির কারণে যানজট তৈরি হয়। এটি দ্রুত সমাধানের জন্য সিটি করপোরেশন কাজ করছে।
সভায় উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত সরকারের সময়ের অনিয়ম অনেকটাই কমানো হয়েছে। এবার ঈদযাত্রা আরও আনন্দদায়ক এবং নিরাপদ হবে বলে আমরা আশাবাদী।
এছাড়া, টোলপ্লাজাগুলোতে যানজট এড়াতে ঈদের আগেই সেতুগুলোর টোলপ্লাজায় দুটি করে ইলেকট্রিক টোল সিস্টেম চালু করা হবে বলে জানান সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।