সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ৩ গ্রামের মানুষ

1

আনোয়ারা প্রতিনিধি

বৃষ্টি ও জোয়ারের পানিতে চাতরী-কেয়াগড়-সিংহরা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কের দু’টি অংশ ভেঙ্গে যাওয়ার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিনটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা।
কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার জানান, এই সড়কটি দিয়েই গ্রামের কয়েক হাজার মানুষ চাকুরি, বাজার, শিক্ষা, চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের কাজে যাতায়াত করে থাকে। গত দু’দিন ধরে সড়ক বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রæত মেরামত করা না হলে সড়কটি আরো ভেঙ্গে গিয়ে স্থায়ীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় চাতরী ইউপির সদস্য হাছান তারেক জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের দু’টি অংশ ভেঙে যাওয়ায় তিনটি গ্রমের মানুষের ভোগান্তির বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে সড়কের ভাঙন আরো বাড়বে।
আনোয়ারা সিটিজেন ফোরামের আহব্বায়ক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম জানান, চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির টেকসই উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার জানান, ভাঙনকবলিত সড়ক আগামিকাল সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।