নিজস্ব প্রতিবেদক
সড়কে অবৈধ যানবাহন ও সড়ক-ফুটপাত দখল করে অবৈধ দোকানপাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগ। গতকাল বুধবার সকালে নগরীর পতেঙ্গা ও স্টিলমিল এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় দোকানপাট সরিয়ে সড়কে চলাচলের উপযোগী এবং অবৈধ অটোরিকশা-এইচপাওয়ার ত্রুটিপূর্ণ যানবাহন আটক করে ড্যাম্পিং করা হয়।
অভিযানের নির্দেশনা দেন ট্রাফিক বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার কবির আহমেদ। এতে ২১টি বিভিন্ন প্রকারের যানবাহন জব্দ করে ড্যাম্পিংয়ে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নানা অসঙ্গতির কারণে ৫টি যানের বিরুদ্ধে মামলা করা হয়। জানা গেছে, পতেঙ্গার কাটগড় ও স্টিলমিল এলাকায় মূল সড়কের উপর ভাসমান দোকান বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এতে দীর্ঘ যানযটের পাশাপাশি ভোগান্তির সীমা থাকে না যাত্রী ও পথচারীদের। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ট্রাফিক বিভাগ।
অভিযানে অংশ নেন ট্রাফিক বন্দর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন, ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. মশিউর রহমান, ইপিজেড ট্রাফিকের পরিদর্শক মোহাম্মদ সেলিমসহ পুলিশ সদস্যরা।