হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. জুলহাস উদ্দিন চৌধুরী (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত জুলহাস উদ্দিন চৌধুরী উপজেলার ধলই ইউনিয়নের হাধুরখীলস্থ মোজাফফর চৌধুরী বাড়ি মৃত আবুল হোসেন ফরেস্টার এর পুত্র। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য খোকন চৌধুরী জানান, গত ২৫ আগস্ট দিনগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ধলই ইউনিয়নের সৈয়দ কোম্পানি ঘাটা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়া উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।