হাটহাজারী প্রতিনিধি
প্রতিদিনের মতো কাজ শেষ করে বাড়ি ফেরা হলো না যুবক মহিউদ্দিনের। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট ঝংকারের অদূরে মেডিকেল রাস্তার মাথা এলাকায় একটি প্রাইভেটকারের সাথে নিজের মোটরসাইকেলের সংঘর্ষে ওই যুবক নিহত হন।
নিহত যুবকের পুরো নাম মো. মহিন উদ্দীন প্রকাশ লিটন (২৯)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত লিটনের বড় ভাই আলাউদ্দিন রিপন। নিহত লিটন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নূর আলী মিয়ার হাট এলাকায় পশ্চিম মন্দাকিনী গ্রামের বাদশা মিয়া ড্রাইভার বাড়ির মো. ইউছুপের ছেলে। তিনি নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একটি অস্থায়ী পদে চাকরি করতেন।
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদ জানান, বিকেলে নিজ কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে মহাসড়কের নাজিরহাট ঝংকারের অদূরে মেডিকেল রাস্তার মাথা এলাকায় একটি প্রাইভেটকারের সাথে নিহত মহিউদ্দিনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মহিউদ্দিন লিটন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে, পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, স্থানীয় জনতার সহযোগিতায় প্রাইভেটকারটি জব্দ করে ফটিকছড়ি থানার জিম্মায় রাখা হয়েছে তবে কারটির চালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে হাইওয়ে থানা পুলিশ সূত্র জানিয়েছে।