বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে মহানগর বিএনপির আহব্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বিগত ১৫ বছর যে সমস্যায় ছিলাম তার পুনরাবৃত্তি হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফায় সকল মানুষের অধিকারের কথা বলা হয়েছে। তাই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেনদক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। তিনি বলেন, পাক-হানাদার বাহিনীর সহচর হিসেবে বেছে বেছে মানুষ হত্যা কারা করেছে। এখনও রইস্যার মার ঘাটের মাটি রক্তে রঞ্জিত। কালুরঘাট সেতু পার হওয়ার সময় কারা লুঙ্গি তুলে চেক করে করে মানুষ মেরেছে তা সবারই জানা আছে। দয়া করে ধর্ম ব্যবসা ছেড়ে দেন। ভোটের জন্য ঈমান আকিদা বিক্রি করা ঠিক নয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবু আকতার। বিএনপি নেতা কামাল উদ্দিন, যুবদল নেতা মো. লোকমান ও ছাত্রদল নেতা জিকুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শওকত আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, মহানগর বিএনপি নেতা সৈয়দ শিহাব উদ্দিন আলম, জাফর আহমদ, উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম, নুরুল করিম নুরু, সরোয়ার আলমগীর, জয়নাল আবেদীন সিকদার, পৌর বিএনপি সাবেক আহব্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, মাহামুদুল হক মেম্বার, মজিবুত উল্লাহ মজু, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিন, জসিম উদ্দিন মেম্বার, এম এ করিম, মহিলা নেত্রী শাহেদা আকতার সেফু, মো. ইকবাল হোসেন, পৌর বিএনপি নেতা মো. রফিক, মো. খালেদ, মো. লোকমান, ইয়াছিন আলী, ইসমাইল, মো. মোরশেদ, ইউনুচ, ইকবাল, ওসমান, জানে আলম, শ্রমিকদল নেতা আকরাম হোসেন দুলাল, সাত্তার, মো. ইউসুফ, কফিল উদ্দিন চৌধুরী, মিজানুল হক, তরুণ দল নেতা মো. ইসমাইল, কবির, এরশাদ, দিদার, এসকান্দর, ছাত্রদল নেতা সম্রাট, জিহান প্রমুখ।










