অবিভক্ত বাংলার আইন সচিব ও কলিকাতা হাইকোর্টের বিচারপতি খাঁন বাহাদুর সিরাজুল ইসলামের সর্বকনিষ্ট পুত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, জামেয়াতুল উলুম লালখান বাজার মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ১২ একর জমিদাতা মরহুম প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ উপলক্ষে এক স্মরণসভা গতকাল শুক্রবার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুম ড. জামাল নজরুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়াতুল উলুম আল-ইসলমিয়া লালখান বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসাইন। সভা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস এর কালচারাল কাউন্সেলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সাবেক ডিন প্রফেসর মনসুর উদ্দিন আহমদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও লন্ডন এক্সেস জামে মসজিদের খতিব ড. আল্লামা মাহমুদুল হাসান আল আযহারী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুছা বিন ইজাহার, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আল আতহারী। বক্তব্য রাখেন এড. কাশেম কামাল, কবি মাহমুদুল হাসান নিজামী, মাওলানা নুরুল আমিন মাহাদী, আল্লামা জসিম উদ্দিন রহমানী, মাওলানা ফজলুল করিম জিহাদী, মাওলানা মহিউদ্দিন জসিম, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ। বাদে মাগরিব আন্তর্জাতিক খ্যাতিসস্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউসুফ আযহারী পবিত্র কুরআন তেলোয়াত করেন এবং ৩০ জন পবিত্র কুরআন হাফেজগণকে পাগড়ী পড়িয়ে দেন মুফতি ইজাহারুল ইসলাম ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
সভায় ড. আ.ফ.ম খালিদ হোসাইন বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিমাসে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে। একটার পর একটা সমস্যা মোকাবেলা করতে হচ্ছে।’ এ সময় সচিবালয়ে অগ্নিকান্ডে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘রাত ৩টায় কুকুর আসে কিভাবে। সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় রাজনীতি জড়িত থাকতে পারে। সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনার জন্য শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়। অপরাধী চিহ্নিত হলে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘ইমাম এবং মোয়াজ্জেমদের সরকারিভাবে সম্মানি ভাতার ব্যবস্থা করা হচ্ছে। রাসূল (দ.) এর সম্মানের উপর কেউ আঘাত করলে বা কোন অবমাননাকর পোস্ট করা হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদন্ড দেওয়ার একটি বিধান অতিশিঘ্রই কার্যকর করা হবে।’ তিনি আরও বলেন, ‘ড. জামাল নজরুল ইসলাম একজন সাদা মনের মানুষ ছিলেন বিধায় জামেয়াতুল উলুম লালখান বাজার মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ১২ একর জমি দান করেন।’
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের নামে বিভিন্ন কর্মসূচি নেওয়ার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।’
সৈয়দ রেজা মীর মোহাম্মদী বলেন, ‘জ্ঞানী ব্যক্তি যারা উচ্চ পর্যায়ে রয়েছে তারা। যাদের জ্ঞান রয়েছে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেন। ১০ ও ১১ শতকে ইসলামী সভ্যতা চরম উন্নত শিখড়ে বিকশিত লাভ করেছিল। আজকে যদি সারা বিশ্বে মুসলিমরা জ্ঞানী তৈরি করতে পারলে তারা আগামীতে নেতৃত্ব দিতে পারবে। এখন প্রযুক্তি যুগে মুসলিম বিশ্ব যদি শক্তিশালী হতে চান তাহলে জ্ঞান চর্চা করতে হবে।’ বিজ্ঞপ্তি