খুন-গুম, হত্যা, হামলা-মামলা দিয়ে মানুষকে দিনের পর দিন মানুষকে দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কত দাবি উত্থাপিত হচ্ছে, কত দাবি আদায়ে রাস্তায় নেমে আসছে। দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়, দাবি পূরণের জন্য প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার। আমাদের আহবান সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের সুনির্দিষ্ট সিডিউল ঘোষণা করুন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রফেসর মুহাম্মদ নুরুন্নবীর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় নভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, শিক্ষক জাতির আলোকবর্তিকা ও ভবিষ্যত মানবজাতির রূপকার হলেও বাংলাদেশে শিক্ষকেরা অবহেলিত ও বঞ্চিত। শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে আদর্শ জাতি গঠন করা সম্ভব নয়।
উপস্থিত ছিলেন শিক্ষক ফেডারেশনের নগর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ নুর, কোষাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক শামসুল ইসলাম, অধ্যাপক মাহমুদুল ইসলাম ফয়সাল, অধ্যাপক বুলবুল ইসলাম, অধ্যাপক জাবেদ ইকবাল, অধ্যাপক জসিম উদ্দি, অধ্যাপক আব্দুল মজিদ পাটোয়ারি, অধ্যাপক সিরাজুদ্দৌলা, মাদ্রাসা পরিষদের সভাপতি ড. আব্দুল মোতালিব, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, ইবতেদায়ী মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম আনছারী, কিন্ডারগার্টেন এসোসিয়নের কেন্দ্রীয় সভাপতি ইকবাল বাহার চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল হুদা, শিক্ষক মীর আবুল কালাম, ছিদ্দিক আহমদ, মোর্শেদ জিয়া উদ্দিন। বিজ্ঞপ্তি