সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন

2

গত ১ মার্চ সংগঠনের আহব্বায়ক শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সি. যুগ্ম আহব্বায়ক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এম এ হালিম। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী। দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-আহব্বায়ক ছৈয়দ ইমাম হোসেন। সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহব্বায়ক ফজলে এহসান শামীম, যুগ্ম-আহব্বায়ক ও সন্দ্বীপ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাবুল মোল্লা, সীতাকুন্ড উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইলিয়াছ হোসেন, ফটিকছড়ি মৎস্যজীবী দলের আহব্বায়ক জহির উদ্দিন বাবর, সদস্য সচিব নাছির উদ্দিন, সীতাকুন্ড পৌরসভা আহব্বায়ক হান্নান জুলহাস, সদস্য সচিব ইলিয়াছ ভুট্টো, রাঙ্গুনিয়া উপজেলার সদস্য সচিব মো. সেলিম, রাঙ্গুনিয়া পৌরসভার আহব্বায়ক মো. ইকবাল হোসেন, হাটহাজারী উপজেলা মৎস্যজীবী দলের আহব্বায়ক সফিউল আলম প্রমুখ। প্রধান অতিথি, প্রধান বক্তাসহ নেতৃবৃন্দ কেক কেটে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। প্রধান অতিথি এম এ হালিম বলেন, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে অন্যতম অঙ্গ সংগঠন। জেলা মৎস্যজীবী দলের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মৎস্যখাত খুবই গুরুত্বপূর্ণ ও লাভজনক চাষাবাদ। মৎস্য চাষের উন্নয়নে আজকে হালদা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে। পবিত্র মাহে রমজানে সবাইকে মোবারকবাদ জানান। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার সংস্কার করে অহেতুক কালক্ষেপণ না করে অতীসহসা নির্বাচনী রোড ম্যাপ দিয়ে দেশের জনগণকে রক্ষা করার জন্য আহবান জানান। বিজ্ঞপ্তি