সংবিধান সংশোধন ও সমস্যার সমাধান সংসদেই গ্রহণযোগ্য

0

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেছেন, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা কারণে দেশে সংকটময় পরিস্থিতি বিরাজমান। এ গণতান্ত্রিক সংকট থেকে উত্তোরণের একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করা। প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের কথা বললেও নির্বাচনের তারিখ বিলম্বিত করার পায়তারা দিন দিন দৃশ্যমান হচ্ছে। সংস্কারের কথা বলে কালক্ষেপণ না করে সকল সমস্যার সমাধান সংসদে বসে করতে হবে। সংবিধান সংশোধন, বিচার বিভাগ ও অন্যান্য সমাধান সংসদেই সুন্দর ও গ্রহনযোগ্য। এটি কোন গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয়। তাই নির্বাচনের মাধ্যমে অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের এ সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি ৫ এপ্রিল সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
শেখ মো.মহিউদ্দিন আরও বলেন, অন্তর্বর্তী সরকার বারবার সংস্কারের বুলি আউড়াচ্ছেন। ফলে তাদের কার্যক্রম ও নিরপেক্ষতা নিয়ে জনগণের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে। নির্বাচিত সরকারকে সবসময় জনগণের নিকট জবাবদিহি করতে হয়। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলে সব কিছু সহনীয় পর্যায়ে ফিরে আসবে। মনে রাখবেন, বাংলাদেশে অতীতের যত সংস্কার হয়েছে, সব বিএনপির আমলে হয়েছে। আগামী দিনেও যে সংস্কার হবে, সেটাও বিএনপির হাত ধরেই হবে।
সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু। দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন আবু তাহের বিএসসি, অধ্যাপক রমজান আলী চেয়ারম্যান, মিজানুর রহমান, ফেরদৌস সিকদার, আবুল হোসেন, শাহাবুদ্দীন রাশেদ, সরওয়ার কামাল চেয়ারম্যান, জান্নাতুল নাঈম রিকু, শফিকুল ইসলাম রাহী, মাহমুদুর রহমান মান্না, এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, নাসির উদ্দিন, নুরুল আবছার, ইব্রাহিম মেম্বার, হাজী আহমদ কবির, মো.শফি সওদাগর, আবছার সওদাগর, গোলাম মোস্তফা, মোহাম্মদ সেলিম উদ্দীন, মুছা চৌধুরী, আবদুল মোনাফ, মুছা সওদাগর, হাসান আলী, সাজেদুল আলম মিন্টু, দিদারুল ইসলাম, জুনাইদুল হক চৌধুরী মাকসুদ, হাবিবুর রহমান, নুরুল আমিন, মোহাম্মদ আরিফ, মো. ইদ্রিস, রেজাউল করিম রেজা, মোহাম্মদ ফারুক, মিজানুর রহমান, মো. হানিফ, নুরুল আফছার, নিজাম উদ্দিন বাদশা, নাজিম উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মো.আলমগীর, আহমদ সৈয়দ, মো. শাহজাহান, মো. রতন, সেলিম উল্লাহ আবু সামা, ফরিদুল আলম, মো. খোকন, আবদুর রহমান, বনি আমিন, ওসমান গনি চৌধুরী, মো. রফিক, আবুল হোছেন, পাপেল চৌধুরী, মাহফুজুর রহমান, আবদুর রহিম, মো. রিদুয়ান, আবু শামা ও সাইফুল প্রমুখ। বিজ্ঞপ্তি