সংবাদ সম্মেলনে অভিযোগ জবর-দখল ও প্রাণনাশের হুমকি

2

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর পশ্চিম চাম্বল গ্রামের বাসিন্দা মো. শফির কেনা জায়গায় সন্ত্রাসী হামলা, জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গত সোমবার চট্টগ্রাম একাডেমিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে শফির কন্যা হাসিনা বেগম বলেন, ‘বিগত ২০ বছর আগে আমার আব্বা শীলকূপ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা পটুয়ারা বেগম ও আবদুর রশিদ থেকে ৩০ গন্ডা জমি আমার মা জগুনতাজ বেগমের নামে কেনেন। এসব জমি আমার মায়ের নামজারী হয়। আমরা তখন থেকে ভোগ করে আসছি। কিন্তু গত কয়েক বছর যাবৎ আমাদের কেনা জমির আশেপাশে বসবাসকারী স্থানীয় আওয়ামী লীগ পন্থী কিছু ভ‚মিদস্যুর নজর পড়ে। তারা আমাদেরকে নানাভাবে হয়রানি শুরু করে। আমরা মহিলা ও বিবাহিত এবং আমাদের বাবা বয়স্ক মা অসুস্থ দেখে তারা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে। এই দুষ্কৃতকারীরা ২০২০ সালে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে আমাদের থেকে আমাদের কিছু জমি জোরপূর্বক রেজিস্ট্রিকৃত আমমোক্তারনামা দলিল তৈরি করেন। যেহেতু বাবা বৃদ্ধ, মা ও ভাই অসুস্থ, তাই আমরা ঝামেলা এড়ানোর জন্য এক প্রকার বাধ্য হয়ে উক্ত আমমোক্তারনামা রেজিস্ট্রি করিয়া দিই। এরপরও তাদের হয়রানি করা থামেনি। তারা আওয়ামী লীগের প্রভাবশালী লোক ও দলীয় মাস্তানদের দিয়ে আমাদের উপর বিভিন্ন নির্যাতন ও জমি জবর দখল চালিয়ে যায়। যার প্রেক্ষিতে আরও দুই শতক জায়গা দখল করে নেয়। পরে ৯নং শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যানের শরণাপন্ন হই। বারবার বৈঠক হয়, কিন্তু কোনভাবেই তারা আমাদের উপর হয়রানি বন্ধ করে না। তারা গত ১৬ জানুয়ারি মোজাম্মেল হক সিকদার, আরিফুর রহমান সিকদার, আবদুর রশিদ, মোহাম্মদ জসিম, শফিউল আলমসহ ২০-২২ জন লোক আমাদের কেনা জমি দখলের চেষ্টা করে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ৯৯৯-এ ফোন দিই এবং থানায় অভিযোগ করি। এরপরও তারা প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। আমরা সবাই মহিলা হওয়ার কারণে আমাদেরকে প্রাণ নাশের হুমকি, জমি বেদখল ও নানা ধরনের হয়রানির হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমরা সবাই আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ভ‚মিদস্যুদের অন্যায়-অবিচার, জবর-দখল, হয়রানি থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসহ সরকার প্রধানের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ শফি, জগুনতাজ বেগম, পারভিন আক্তার, জেসমিন আক্তার ও সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।