রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া সরকারি কলেজ প্রশাসন ও রোভার স্কাউটের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের নবনিযুক্ত পরিচালক ও বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেইনার প্রফেসর ফজলুল কাদের চৌধুরীকে সংবর্ধিত করা হয়েছে। ২৬ নভেম্বর বিকেলে নগরীর আগ্রাবাদ মাউশির আঞ্চলিক কার্যালয়ে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান, উপাধ্যক্ষ এ কে এম সুজাউদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া কলেজ রোবার স্কাউট গ্রুপের সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষক বেগম তাহমিনা ইয়াসমিন নুর, সিনিয়র রোভার সেট হাবিবুর রহমান সিয়াম, মোহাম্মদ ইরফান উদ্দিন, নেজামুল হক সাইম প্রমুখ।