সংগীত মানব হৃদয়ে সৃষ্টির আনন্দ জাগায়, আত্মার গভীরে ছুঁয়ে যায়

1

সুরমেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা বলেন, যন্ত্রসংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সৃজনশীল শিল্প যা মানুষের অনুভ‚তির গভীরতম স্তরকে স্পর্শ করে। আধুনিক প্রযুক্তির সঙ্গে যন্ত্রসংগীতের সমন্বয়ে নতুন ধারা সৃষ্টি হয়েছে, যা তরুণ প্রজন্মকে সঙ্গীতচর্চায় উৎসাহিত করছে। যন্ত্রসংগীত সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে এবং এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সঙ্গীত ঐতিহ্য তুলে ধরতে সহায়ক। সংগীত মানব হৃদয়ে সৃষ্টির আনন্দ জাগায়, আত্মার গভীরে ছুঁয়ে যায়। সুরমেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের ৩৫ বছরপূর্তি উপলক্ষে যন্ত্রসংগীতানুষ্ঠান গত ১১ এপ্রিল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে যন্ত্রসংগীতানুষ্ঠান, সুরমঞ্জরী ও ইন্সট্রুমেন্টাল ড্রামা ‘সাগর সঙ্গমে’ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা একথা বলেন। আলোচক ছিলেন গিটার শিল্পী ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, নাট্যব্যক্তিত্ব জোবায়দুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক প্রফেসর ড. উদিতি দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক নাছিমা পারভিন, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ডা. মো. নওশাদ খান, কুন্ডেশ্বরী ঔষধালয় লিঃ পরিচালক বাসুদেব সিন্হা, সোনালী ব্যাংক এজিএম রাজন কান্তি দাশ, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা, ঢাকার সভাপতি নাহার আহমেদ, সাধারণ সম্পাদক খালিদ খলিল উর্দ্ধতন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল হক মনা, অর্থ সম্পাদক নাসরিন জাহান, সমাজ কল্যাণ সম্পাদক রাণী রহমান, অনুষ্ঠানের সচিব দুলাল কান্তি দে, আহবায়ক তপন ভট্টাচার্য্য প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাছিমা পারভীন, উত্তম দাশ, প্রতিমা দাশ ও সুমি চৌধুরী। সংগীতানুষ্ঠানের বৃন্দবাদন “ধন ধান্যে পুষ্পে ভরা” গানের মধ্য দিয়ে যন্ত্রসঙ্গীতানুষ্ঠানের শুভ সূচনা হয়। সুরমেলার পরিচালক সানু দাশগুপ্তের দিক নির্দেশনায় সংগীতানুষ্ঠানে হাওয়াইয়ান গিটারে একক বাদন পরিবেশন করেন ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, ড. উদিতি দত্ত, বিশুতোষ তালুকদার, কণিকা বৈষ্ণব, ইলিয়াছ ইলু, অভিষেক দাশ, পূজা চক্রবর্ত্তী, পুষ্প চক্রবর্ত্তী, বিশাখা বিভা তালুকদার, সাত্বিক দাশ, আয়ুষ্মান ভট্টাচার্য্য, ঈশান দাশ, ডা. মো. নওশাদ খান, পুর্ণোপমা দাশ, সাথী দে, লাকী দাশগুপ্তা, স্প্যানিশ গিটার ও কণ্ঠে অংশগ্রহণ করেন পুষ্পিতা সেন ও আরাধ্য সেন। অনুষ্ঠানে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা, ঢাকার সভাপতি নাহার আহমেদ ও সাধারণ সম্পাদক খালিদ খলিলকে সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র যন্ত্রানুসঙ্গে ছিলেন কীবোর্ড সৈকত নন্দী, তবলা দীপ্ত দত্ত, অক্টোপ্যাড এস.এম. রুবায়েত, লিড গিটার শুভ বড়ুয়া। সংগীত পরিচালনায় সানু দাশগুপ্ত, অনুষ্ঠান পরিকল্পনা ও তত্ত¡াবধানে বিশুতোষ তালুকদার। বিজ্ঞপ্তি