দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায় এবং অন্যায়, অবিচার ও অন্ধকারের পথ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। প্রতিটি ধর্মের মূল বাণী হচ্ছে মানবকল্যাণ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে শতকরা নব্বই ভাগের বেশি মুসলিম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের অনুসারীরা সৌহার্দপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন যুগ যুগ ধরে। তাই ধর্মকে ব্যবহার করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা ও অনাচার সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে।
৯ অক্টোবর বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বায়েজীদ থানাধীন ৩নং পাঁচলাইশ ওয়ার্ডস্থ চালিতাতলী শীল সংঘ পরিষদ এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি অনুষ্ঠানে আগত সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, বায়েজীদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের সভাপতি ও থানা বিএনপির ক্রীড়া সম্পাদক লিয়াকত আলি জসিম। এসময় উপস্থিত ছিলেন প্রদীপ শীল, দীপক শীল, হিমাংশু শীল, আব্দুল হালিম কালু, ওসমান গণি, বেলাল সর্দার, মহিউদ্দিন জুয়েল, এম এ হাসান বাপ্পা, কাজী মহিউদ্দিন, মহিউদ্দিন রুবেল, এস এম নোমান, আব্দুল আলিম, রাশেদ খান টিপু, মো. সাগর সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি