সংখ্যালঘুদের ওপর হামলা কোনভাবেই কাম্য নয়

4

মিতা পোদ্দার

সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। সারা দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের লাখ লাখ মানুষ আজ বিপন্ন ও ঘরছাড়া। শিক্ষার্থীদের ন্যায্য দাবি কোটা আন্দোলনের সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের সুবিধা হাসিলের জন্য মানবতাবিরোধী দুর্বৃত্তরা দেশের বিভিন্ন স্থানে অমানবিক, নারকীয় অত্যাচার চালাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে। এই ক্ষতবিক্ষত পথহারা মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা বিশ্ববাসীর কাছে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এসব ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায় আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্তর্বরতীকালীন সরকারের কাছে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিচার দাবি করে বলছি আপনার বিচক্ষণ জ্ঞান দিয়ে আপনি এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করুন। সর্বজনস্বীকৃত রাষ্ট্রে নবগঠিত কর্তৃপক্ষের কাছে সব সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার যথাযথ ব্যবস্থা নিন। প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার জন্য অনেকে বর্ডারে গিয়ে ভীড় জমিয়েছে। তাদেরকে সম্মানের সঙ্গে বাড়িতে আনার ব্যবস্থা করুন। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা আনতে প্রতিটি সম্প্রদায় যে কতটা ত্যাগ স্বীকার করেছে তা নিশ্চয়ই আপনার অজানা নয়। স্বাধীনতার স্বাদ দু চারদিনে অস্ত্র হাতে নিলেই পাওয়া যায়না। আমি সম্মান জানাই সেই ব্যক্তিত্বকে যিনি তাঁর হাতের এক ইশারাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমবেত অংশগ্রহণকে নিশ্চিত করেছিলেন। সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনাকেই সঠিক হাল ধরতে হবে। সেই মুজিবের মহান নেতার আসনে আজ আপনাকে আমরা চাই। আপনার উন্নত চিন্তাধারাই এ মহা সংকট দূর করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি।

লেখক : প্রাবন্ধিক