চান্দগাঁওস্থ নির্বাচনী কার্যালয় হতে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম-৮ আসনের মহাজোট প্রার্থী মুক্তিযোদ্ধা মইনউদ্দীন খান বাদল নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় বাদল বলেন, আজ নির্বাচন নিয়ে, দেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। লন্ডন ষড়যন্ত্র চলছে, কারাগারে ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামায়াত চক্র গভীর চক্রান্তের নীলনকশা বাস্তবায়নে ব্যস্ত। জঙ্গি-হামলা সন্ত্রাস করে নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে। সমস্ত অপকৌশল এই দেশের মুক্তিকামী জনতা ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মত রুখে দেবো। তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেলের মত বড় প্রকল্প, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ-জ্বালানিসহ সর্বক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মত, নতুন বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ, দেশের উন্নয়নে এক বিরাট স্রোতধারা। বাদল গতকাল চান্দগাঁওস্থ নির্বাচনী অফিস থেকে মৌলভীপুকুর পাড়, বেপারীপাড়া, নাথপাড়া, চৌধুরী পাড়া, চান্দগাঁও বোর্ড স্কুলের আশে-পাশে গণসংযোগ করেন। তিনি সর্বস্তরের আবাল বৃদ্ধ-বণিতা সকলের দোয়া ভালোবাসা কামনা করেন। নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চান্দগাঁও আওয়ামী লীগের যুগ্ম-আহব্বায়ক এড. আইয়ূব খান, আওয়ামী লীগ নেতা মো. ইছা, মো. জামাল উদ্দিন, মো. তছকির আহমদ, দলিল লেখক আয়ূব মুন্সী, এপিএস সৈয়দ মো. হাবিব বাবু প্রমুখ তার সাথে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির