পটিয়া প্রতিনিধি
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মেহেরআটি হযরত নুরুদ্দিন শাহ (রহ.) দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী হাফেজ আহমদ।
স¤প্রতি পটিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষা উন্নয়ন ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বাবুল চন্দ্র নাথ।
পুরস্কারপ্রাপ্ত মাওলানা কাজী হাফেজ আহমদ বলেন, শিক্ষকতা পেশা শুধু জীবিকার মাধ্যম নয়, এটি একটি ইবাদত। ছাত্র-ছাত্রীদের নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলাই আমার জীবনের লক্ষ্য। এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি এই সম্মাননা পটিয়া উপজেলার সকল শিক্ষক-শিক্ষার্থীর প্রতি উৎসর্গ করছি।
তিনি আরও বলেন, মেহেরআটি হযরত নুরুদ্দিন শাহ (রহ.) দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষা ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের সচেতন মানুষদেরও এগিয়ে আসা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষ মাওলানা কাজী হাফেজ আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।











