শুদ্ধসংগীতের চর্চা, লালন ও প্রচার-প্রসারে প্রতিষ্ঠিত শ্রুতিঅঙ্গনের ১৩তম বর্ষের নিয়মিত অনুষ্ঠান আয়োজনের মধ্যে গত ১২জুলাই, সন্ধ্যা ৬টায় শ্রুতিঅঙ্গনের কার্যালয়ে, আফিমের গলি, টেরীবাজার চট্টগ্রামে ত্রৈমাসিক শাস্ত্রীয় উপ-শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করে শ্রুতিঅঙ্গন। প্রণিতা দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতিঅঙ্গনের প্রতিষ্ঠাতা সম্পাদক শিল্পী লিটন দাশ। অনুষ্ঠানে ভীমপলশ্রী রাগে বিলম্বিত একতালে খেয়াল “বারি বেগুমান না করিয়ে সজনী” ও ত্রিতালে “যা যারে আপনে মন্দির বা যা” পরিবেশন করেন শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সংগীতের সম্ভাবনাময় শিল্পীঃ পুষ্পিতা দে তবলায় পরিছন্ন সংগত করেন- অমর্ত্য চক্রবর্তী,তানপুরায়- প্রণিতা দেব, হারমোনিয়ামে তারই সংগীতগুরু- লিটন দাশ। পরিবেশনাটি দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। মঞ্চভীতি দূর হলে এবং নিয়মিত চর্চা করলে ভবিষ্যতে সে আরো ভালো করবে। এরপর যন্ত্রসংগীত বেহালা নিয়ে মঞ্চে আসেন আশীষ বসাক তিনি ইমন রাগে বিলম্বিত একতাল ও ত্রিতালে আলাপ, বিস্তার,তান,বোলতান, জোড়, ঝালা প্রভূতি পরিবেশন করেন, তবলায়- তিষাণ ঘোষ। তাদের পরিবেশনায় নিয়মিত রেওয়াজের ছাপ পাওয়া যায়। শেষে তিনি একটি দাদরা “ বর্ষণ লাগী সাবন বোধিয়া রাজা তোরে বিনা লাগেনা মোরা জিয়া” পরিবেশন করেন। গানটিতে বর্ষাকালে প্রিয়জনের অনুপস্থিতে একা থাকার যে কষ্ট সেটা লক্ষ্য করা যায়। প্রায় দেড় ঘন্টার পরিবেশনায় দর্শক ভিন্নমাত্রার আনন্দ অনুভব করেন।