শ্রীলঙ্কায় আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ইঙ্গিত সিরিসেনার

37

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা দলের নির্বাচনি আয়োজকদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের ফলে ধারণা করা হচ্ছে আগামী বছর ৮ জানুয়ারির পরে শ্রীলঙ্কায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং তিনি নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। সোমবার বিশেষ বৈঠকের জন্য শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির (এসএলপিএফ) সংগঠকদের প্রেসিডেন্টের বাসভবনে ডাকেন সিরিসেনা। বৈঠকে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও পুনর্গঠন কর্মকান্ডের বিষয়ে আলোচনা করা হয়। এসএলপিএফ’র সেক্রেটারি রোহানা লক্ষণ বলেন, জানুয়ারি থেকে শুরু হওয়ার দলের সংস্কার অভিযানের বিষয়ে আমরা আলোচনা করেছি। প্রেসিডেন্ট সংগঠকদের বলেছেন সংস্কার কর্মসূচিতে তাদের নিবেদিত হওয়া উচিত।
খবরে বলা হয়েছে, সিরিসেনা আগামী বছর ৮ জানুয়ারির পরে আগাম প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দিতে পারেন। তবে এটা স্পষ্ট নয় আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিতে গতি আনার জন্যই সংগঠকদের বৈঠকে ডাকা হয়েছে কিনা। শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি নিউজ জানিয়েছে, সিরিসেনা সংগঠকদের বলেছেন নির্বাচনের বছরের জন্য প্রস্তুত হতে। পত্রিকাটি জানিয়েছে, ২০১৯ সালে প্রাদেশিক ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এমনকি আগামী বছর সাধারণ নির্বাচনও হতে পারে। শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি মাসের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।