ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিসালা থারাকা ও মিলান রত্নানায়েকে এই দলে নতুন মুখ। এছাড়া লম্বা সংস্করণে ফেরানো হয়েছে জেফ্রি ভ্যান্ডারসেকে। ২০২২ সালে একমাত্র টেস্ট খেলেছিলেন ভ্যান্ডারসে। সম্প্রতি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নেন তিনি।
ইংলিশ কন্ডিশনে তার লেগস্পিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় লঙ্কানরা। ওয়ানিন্দু হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন ভ্যান্ডারসে। স্পিন আক্রমণে আরও আছেন প্রবাথ জয়াসুরিয়া ও রামেশ মেন্ডিস।