শ্রীলঙ্কার টেস্ট একাদশে নিসাঙ্কা

2

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। দুই বছর পর সাদা পোশাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন পাথুম নিসাঙ্কা। এক ম্যাচ পর একাদশে ফিরেছেন লাহিরু কুমারা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। আগের দিন ম্যাচের একাদশ ঘোষণা করেছে লঙ্কানরা। বাদ পড়েছেন কুসাল মেন্ডিস ও ভিশ্ব ফার্নান্দো। মেন্ডিসের বদলে সুযোগ পাওয়া নিসাঙ্কা সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুলাইয়ে, গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত এই সংস্করণে ৯ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ৫ ফিফটিতে তার রান ৫৩৭। ব্যাটিং গড় ৩৮.৩৫।
লর্ডস টেস্টের একাদশে ডাক পাওয়া কুমারা ক্যারিয়ারের ২৮ টেস্টের সবশেষটি খেলেছেন বাংলাদেশ সিরিজে, গত মার্চ-এপ্রিলে। ৮৫ টেস্ট উইকেট নেওয়া এই পেসারকে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে খেলায়নি লঙ্কানরা। লর্ডস টেস্টের ইংল্যান্ড একাদশ: দিমুথ কারুনারাত্নে, নিশান মাদুশাঙ্কা, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধানাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, মিলান রাতœায়েকে, প্রাবাথ জায়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা।