টানা তিন ম্যাচে দাপট দেখিয়েই জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার আর সম্ভব হলো না জয়। শুরুতে দেওয়া শ্রীলঙ্কার লক্ষ্যটা খুব বড় না হলেও সেটি তাড়া করতে পারেনি বাংলাদেশ। মঙ্গলবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান করে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে নেমে স্রেফ ১০৫ রানে অলআউট হয়ে গেছে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে দুই উইকেট করে পান মারুফা আক্তার ও ফাহিমা খাতুন।
রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ।
দলের পক্ষে ১৯ বলে ২৮ রান করেন স্বর্ণা আক্তার। ৪১ বল খেলে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার শামীমা সুলতানা। লঙ্কানদের হয়ে ৩ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে দুই উইকেট পান চেতানা ভিমুক্তি।