পাহাড়সম রান করে অস্ট্রেলিয়া যখন প্রথম ইনিংস ঘোষণা করেছিল, ম্যাচ তখন থেকেই তাদের দিকেই হেলে পড়েছিল। পরে অজি বোলারদের তোপে দুইবার অলআউট হয়েও ইনিংস ব্যবধানে হারে শ্রীলঙ্কা। হারের ব্যবধানের দিক থেকে যা তাদের সবচেয়ে লজ্জার রেকর্ড। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২৪২ রানে জিতেছে অস্ট্রেলিয়া। যা টেস্টে ইনিংস ব্যবধানের দিক থেকে তাদের চতুর্থ বড় জয়। তাদের সবচেয়ে বড় জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০২ সালে জোহানেসবার্গে ইনিংস ও ৩৬০ রানে জিতেছিল অজিরা। পরের দুই বড় জয় ১৯৪৬ (ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৩৩২ রানে) এবং ১৯৫০ সালের (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৪২ রানে)। অন্যদিকে শ্রীলঙ্কার জন্য আজকের হারটি লজ্জার রেকর্ডও বটে। কারণ টেস্টে ইনিংস ব্যবধানের দিক থেকে এটি তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ২০১৭ সালে নাগপুরে তাদের ইনিংস ও ২৩৯ রানে হারিয়েছিল ভারত। সেটিকেও ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা: উসমান খাজা (অস্ট্রেলিয়া)। সিরিজ: অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।