শ্রীগুরু সংঘ কার্যকরি পরিষদের সভা

1

বাঁশখালী ঋষিধাম পরিচালনা কমিটি শ্রীগুরু সংঘ কার্যকরি কমিটির সভা সংগঠনের সভাপতি চন্দন সিনহার সভাপতিত্বে চট্টগ্রাম শহরস্থ বাসভবনে গত ২১ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। আশীর্বাদক ছিলেন শ্রীগুরু সংঘের সদস্য এবং ঋষিধাম মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব। সহ সভাপতি ও রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সহ সভাপতি রাজীব সিংহ। আয়-ব্যয়ের হিসেব পেশ করেন অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ। বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য দেন সংগঠনের সদস্য ও ঋষিধামের সন্ন্যাসী শ্রীমৎ কৃপানন্দ পুরী মহারাজ, সহ সভাপতি অধ্যাপক বিপ্লব পাল, এড. ভুপাল কান্তি গুহ, সদস্য অজিত চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যাপক দেবব্রত দেওয়ানজী, বিশ্বজিত মহাজন, চন্দন দাশ, দীপক দত্ত, চন্দ্রশেখর মলিক, অলক দাশ, মহিলা সম্পাদিকা পান্না পাল, স্বাস্থ্যসেবা সম্পাদক ডা. আশীষ কুমার শীল, আইন সম্পাদক এড. কাঞ্চন বিশ্বাস, প্রকাশনা সম্পাদক বাবলা কুমার পাল, সাংস্কৃতিক সম্পাদক ছোটন কান্তি দেব, অভ্যর্থনা সম্পাদক প্রহর পাল, প্রচার সম্পাদক ঝুন্টু কুমার দাশ, আপ্যায়ন সম্পাদক প্রদীপ গুহ, দপ্তর সপাদক দোলন দাশ, কার্যকরি সদস্য সুজিত মল্লিক শ্যামল, নরেন পাল। উপস্থিত ছিলেন বাসুদেব সিনহা, সুভাষ মল্লিক, সুকুমার চৌধুরী প্রমুখ। সভায় আগামী ১৮ জুলাই স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের প্রথম তিরোধান দিবস উপলক্ষে মহানাম সংকীর্ত্তন, সাধু ভান্ডারা, মাতৃ সম্মেলনসহ ২ দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্য এক প্রস্তাবে ঋষিধামে আগত সকল ভক্ত শিষ্য প্রশিষ্যদের আশ্রমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সার্বিক সহযোগিতা ও আশ্রমিক পরিবেশ নষ্ট হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানানো হয়। কোন ব্যক্তি বা গোষ্ঠি আশ্রমের পরিবেশ নষ্ট করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি