সুইমিংপুলে নেমেছেন শ্রাবন্তী- এমন কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শ্রাবন্তী। আর তাতেই তীব্র কটাক্ষ শুরু করে দিয়েছেন নেটিজেনরা। রীতিমতো অশালীন বাক্যবাণে আক্রমণ করেছেন অভিনেত্রীকে। এছাড়াও কেউ কেউ তাকে সরাসরি বয়স নিয়েও কটাক্ষ করেছেন। তবে এ বিষয়ে একেবারে চুপ কলকাতার আলোচিত এই অভিনেত্রী। বছরের প্রথমদিনেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ছবিতে দেখা যায় তিনি স্বচ্ছ¡ নীল জলের সুইমিং পুলে নেমেছেন। তবে ছবির ভাষা বলছে, তিনি সাঁতার কাটতে মোটেও নামেননি, হয়তো ছবি তুলতেই নেমেছেন। চোখে কালো গগলস, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক; হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন। এসব ছবি পোস্ট করতেই মন্তব্য বাক্সে ঝাপিয়ে পড়েন নেটিজেনরা। আবার অর্ণব নামের এক যুবক শ্রাবন্তীর এই লুক দেখেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন। ছবির নিচেইওই যুবক লিখেছেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। শ্রাবন্তী অবশ্য এমন প্রস্তাবও দেখে না দেখার ভান করেছেন। কোনো উত্তর দেননি।