সীতাকুন্ডে এস এন কর্পোরেশন গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ছয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম। নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা, আহতদের সঠিক চিকিৎসাসহ পরবর্তী পুনর্বাসনের দাবি জানান। গতকাল বিলস-এলআরএসসি কনফারেন্স রুমে ফোরামের এক জরুরি সভায় এ দাবী জানানো হয়। জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহব্বায়ক তপন দত্তের সভাপতিত্বে সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহব্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন। এই সভায় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য মছিউদ্দোউলা, মাহাবুবুল আলম, দিদারুল আলম চৌধুরী, নুরুল আবসার, মোহাম্মদ আলী এবং মো. ইদ্রিছ। বক্তারা বলেন, গত ১০ বছরে জাহাজভাঙা শিল্পে ১২৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন, যাদের বেশিরভাগই পঙ্গুত্ব বরণ করেছেন। এই অস্বস্তিকর পরিসংখ্যান জাহাজভাঙা শিল্পের বর্তমান ভয়াবহ পরিস্থিতি উন্মোচন করে। মালিকপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতার কারণে এতদূর বেড়ে গেছে। ফোরামের নেতৃবৃন্দ এসময় জোরালো দাবি জানান, ঘটনার মূল কারণ দ্রুত তদন্ত করে বের করা হোক এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা পুনরাবৃত্তি না ঘটানোর জন্য সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা এবং হতাহতের পরিবারের একজন সদস্যকে মালিকপক্ষের অন্য কোন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার পাশাপাশি পুনর্বাসনের দাবি করেছেন। বিজ্ঞপ্তি