শ্রমিকদের ধর্মঘট বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত

2

নিজস্ব প্রতিবেদক

চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে কন্টেইনারবাহী পরিবহন শ্রমিকদের ৪৮ ঘন্টার ধর্মঘট আগামিকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর ফলে বেসরকারি ডিপোগুলো থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আনা-নেওয়া কার্যক্রম শুরু হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর ফজলার রহমানের আহবানে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শুরু হওয়া ত্রিপক্ষীয় বৈঠক শেষে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা এই ঘোষণা দেন। এসময় বৈঠকে প্রাইম মুভার মালিক ও শ্রমিক সংগঠনের নেতা ও শ্রম দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সেলিম খান বলেন, আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে চলমান ধর্মঘট বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া আগামি বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে আরেকটি ত্রিপক্ষীয় বৈঠকে তাদের দাবি বিষয়ে শ্রম আইনের আলোকে সমাধানের পথ নিয়ে আলোচনা হবে। আর ওই বৈঠকে যৌক্তিক সমাধান না হলে আমরা আবারও ধর্মঘটে যাব।
এর আগে গত সোমবার সকাল থেকে বিভিন্ন দাবিতে দুই দিনব্যাপী ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন। এ কারণে ওইদিন সকাল থেকে বেসরকারি ডিপো থেকে রপ্তানি পণ্যবোঝাই কন্টেইনার চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজীকরণ সম্ভব হয়নি। একইভাবে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই কন্টেইনারও বের হয়নি। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিল।
এদিকে সারাদেশের আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পণ্যের ৯৯ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। ধর্মঘটের কারণে কন্টেইনার পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় পণ্য রপ্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ রপ্তানি পণ্য প্রথমে কারখানা থেকে চট্টগ্রামে অবস্থানরত ২১টি ডিপোর যেকোনো একটিতে নেওয়া হয়। সেখানে সবধরনের কার্যক্রম শেষ হওয়ার পর প্রাইম মুভার ট্রেইলার গাড়িতে করে পণ্যবাহী কন্টেইনার চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজে তোলা হয়।
ধর্মঘটের কারণে কন্টেইনার পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়েছে। ধর্মঘট স্থগিত করায় বেসরকারি ডিপোগুলো থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আনা-নেয়া কার্যক্রম আবারও শুরু হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন গড়ে দুই হাজার একক কন্টেইনার পণ্য রপ্তানি করা হয়।