বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের যুব কমিটি চট্টগ্রাম মহানগর বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগ কর্তৃপক্ষ। তিন মাসের জন্য ৪১ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।
পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তিন মাসের সময় দেওয়া হলেও বিগত এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হওয়ায় উক্ত কমিটি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এএম নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের নির্দেশক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয় দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরে। তাই এ কমিটির আর কোন কার্যক্রম বৈধতা নেই বলে গণ্য হবে এবং যুব কমিটির কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে।
তার সাথে সাথে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের আওতা দিন যে সমস্ত শ্রমিকদলের বিভিন্ন থানায়, আহব্বায়ক কমিটি করা হয়েছিল প্রত্যেক থানা কমিটিকে শীঘ্রই সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হলো, অন্যথায় সাংগঠনিক ব্যর্থতার দায়ে ওই কমিটি ভেঙে দিয়ে পুন কমিটি করা হবে। বিজ্ঞপ্তি