শ্রমজীবী মানুষদের বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

81

করোনা ভাইরাস সংক্রমণ রোধে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা। গত শুক্রবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা, টেরিবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এর আগে সকাল ১০টা থেকে নগরীর অস্থায়ী কার্যালয়ে যুব ইউনিয়নের কর্মীরা হ্যান্ড স্যানিটাইজার বানানোর কার্যক্রম শুরু করে। হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে যুব ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, দেশে করোনাভাইরাস মহামারী আকারে রূপ নিতে যাচ্ছে। আর এই দুর্যোগকালীন সময়কে ব্যবহার করে দশের অসাধু ব্যবসায়ীরা জীবাণুনিরোধক সব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে জনসাধারণ এর নাগালের বাইরে নিয়ে যাচ্ছে এবং প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলা নগরীর নিন্ম আয়ের মানুষদের মধ্যে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করেছে। এসব স্যানিটাইজার শ্রমজীবী ও নি¤œ আয়ের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে এবং পরবর্তীতে মাস্কসহ সংক্রমণ প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হবে। হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ণ বড়–য়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার, সহ-সভাপতি শ্যামল লোধ, জাবেদ চৌধুরী, রাশিদুল সামিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। যুব নেতারা বলেন, যেসব অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে জিম্মি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা জরুরি। নেতৃবৃন্দ করোনা ভাইরাস সংক্রমণ রোধে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে প্রতিরোধক বিতরণ কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি